আফগান প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী আশরাফ গনি

Ashrafআফগানিস্তানের সাবেক অর্থমন্ত্রী ড. আশরাফ গনি ইউসুফজাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন। সোমবার কাবুলে এক সংবাদ সম্মেলনে তার নাম ঘোষণা করেন দেশটির স্বাধীন নির্বাচন কমিশনের (আইইসি) প্রধান আহমদ ইউসুফ নুরিস্তানি। তিনি জানান, ১৪ জুন অনুষ্ঠিত দ্বিতীয় দফা ভোটে গনি পেয়েছেন ৫৬ দশমিক ৪৪ শতাংশ এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবদুল্লাহ আবদুল্লাহ পেয়েছেন ৪৩ দশমিক ৫৬ শতাংশ ভোট। এর আগে প্রথম দফা নির্বাচনে আবদুল্লাহ আবদুল্লাহ ৪৫ শতাংশ ভোট পেয়েছিলেন। আর গনি পেয়েছিলেন ৩১ শতাংশ ভোট। ওই ভোটে প্রচুর জালিয়াতির অভিযোগ ছিল।
এবার দ্বিতীয় দফা নির্বাচনেও ব্যাপক কারচুপির অভিযোগ এনেছেন আবদুল্লাহ আবদুল্লাহ। দেশটির সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী প্রাথমিক ফলাফল প্রত্যাখ্যান করে বলেছেন, তিনি ভোট জালিয়াতির শিকার হয়েছেন। তার অভিযোগের ভিত্তিতে সহস্রাধিক কেন্দ্রের ভোট পুনর্গণনা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে দেশটির সাবেক অর্থমন্ত্রী আশরাফ গনি বলেছেন, ন্যায়সঙ্গতভাবেই তিনি প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হয়েছেন।
গত এপ্রিলে আফগানিস্তানে অনুষ্ঠিত হয় প্রথম দফার ভোট। তবে ওই নির্বাচনে কোনো প্রার্থীই শতকরা ৫০ ভাগের বেশি ভোট না পাওয়ায় ১৪ জুন দ্বিতীয় দফায় ভোটগ্রহণ করা হয়। আগামী ২৪ জুলাই সরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button