মানবতার মুক্তির একমাত্র পথ ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলন : মাওলানা ইসহাক
খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, দুনিয়া ও আখিরাতে মানবতার মুক্তির একমাত্র পথ হচ্ছে ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলন। অল্লাহ ও রাসুল সা. নির্দেশিত পথ থেকে বিচ্যুতির ফলে সর্বত্র আজ সামাজিক অবক্ষয়, ঘুষ, দুর্নিতী, শোষন, জুলুম, নির্যাতন, খুন-খারাবী আসন গেড়ে বসে আছে। সব ধরণের অনাচার ও অবক্ষয় থেকে মনবতার মুক্তির জন্যে ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্রে ইসলামী আদর্শ বাস্তায়ন করতে হবে। খেলাফত মজলিস সাপ্তাহিক নির্বাহী সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঙ্গলবার বিকাল ৩টায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে মাওলানা মোহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও মহাসচিব মহাসচি ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা সৈয়দ মজিবুর রহমান, যুগ্মমহাসচিব মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, শেখ গোলাম আসগর, প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক আবদুল হালিম, মাওলানা নূরুজ্জামান খান, মাওলানা নোমান মাজহারী, অধ্যাপক মো: আবদুল জলিল, আলহাজ্ব আবু সালেহীন, আমিনুর রহমান ফিরোজ, এডভোকেট মো: মিজানুর রহমান প্রমুখ।