ইসরাইলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত
ইসরাইলি বিমান থেকে মিশাইল হামলায় ১২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে গাজা উপত্যকার দক্ষিণের খান ইউনিস এলাকার একটি বাড়িতে মিশাইল হামলায় অন্তত ৭ জন এবং মধ্য গাজায় আরো অন্তত চারজন নিহত হন।
এছাড়াও মধ্য গাজার একটি রিফিউজি ক্যাম্পে একজন নিহত হন বলে জানিয়েছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়। এছাড়াও এ হামলায় আরো অন্তত ১৫ জন আহত হয়েছেন।
ইসরাইলি কর্তৃপক্ষ জানায়, কোনো বিকল্প না থাকায় তারা গাজার ৪০টি এলাকায় হামলা চালিয়েছে। এ হামলার জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল।
এ ঘটনার পর প্যালেস্টাইনের রাষ্ট্রপতি মাহমুদ আব্বাস এক বিবৃতিতে অবিলম্বে গাজা উপত্যকায় ইসরাইলের বাড়াবাড়ি ও সেনা অভিযান বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন বলে সংবাদ প্রকাশ করেছে ওয়াফা সংবাদ সংস্থা।
এদিকে গাজা উপত্যকা থেকে ইসরাইলে অন্তত ১০০ রকেট নিক্ষেপ করা হয়েছে।
ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লার্নার বিবিসিকে বলেন, ফিলিস্তিনদের অবিলম্বে রকেট হামলা বন্ধ করতে হবে। না হলে ইসরাইল সব ধরনের ব্যবস্থা নিতে বাধ্য হবে।