গ্রিসে কর্মী ছাটাইয়ের প্রতিবাদে ধর্মঘট শুরু
গ্রিসের গণসেবা খাতে কর্মী ছাটাইয়ের প্রতিবাদে সরকারি কর্মচারীরা ধর্মঘট শুরু করেছে। আজকের ধর্মঘটে অংশ নিয়েছে চিকিৎসক ও কারারক্ষীরাও। ২৪ হাজার কোটি ডলারের আন্তর্জাতিক প্রণোদনা পেতে দেশটির সরকারকে বিভিন্ন শর্ত পূরণ করতে হচ্ছে এবং এরই অংশ হিসেবে কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ধর্মঘট শেষে সংসদ ভবনের সামনে সমাবেশ করবে বিক্ষুব্ধ কর্মচারীরা।
পাবলিক সেক্টর ইউনিয়ন ‘আদেদাই’ এক বিবৃতিতে বলেছে, ‘সরকার যখন শ্রমিক-কর্মচারীদের ওপর হামলা শুরু করেছে তখন আমাদের জবাবও হবে কঠোর।’ এর আগে সরকারী কর্মচারীদের বেতন-ভাতা কমানোর সিদ্ধান্তের প্রতিবাদে বহুবার বিক্ষোভ মিছিল করেছে সরকারী কর্মজীবীরা।’
গ্রিসে প্রায় ছয় বছর ধরে অর্থনৈতিক মন্দা চলছে। তবে এখন দেশটি মন্দা কাটিয়ে উঠতে শুরু করেছে বলে জানা গেছে।