অ্যান্ড্রয়েডে ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জার
ব্ল্যাকবেরি ম্যাসেঞ্জারের অ্যান্ড্রয়েড ভার্সন ও আইওএস ভার্সন অবমুক্ত করার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান ব্ল্যাকবেরি। প্রযুক্তিবিয়য়ক সাইট বিজিআর জানিয়েছে, আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সনের অপারেটিং সিস্টেমে চালু করার জন্য ব্ল্যাকবেরি (বিবি) ম্যাসেঞ্জার পুরোপুরি প্রস্তুত।
২০১১ সালে ব্ল্যাকবেরি জানায়, তারা আইওএস এবং অ্যান্ড্রয়েড ভার্সনের বিবি ম্যাসেঞ্জার চালু করবে। দুবছর ধরে চলছে নতুন ভার্সনের ম্যাসেঞ্জার তৈরির কাজ। অ্যান্ড্রয়েড এবং আইওএস অপারেটিং সিস্টেমের ডিভাইস থেকে ম্যাসেঞ্জারটি ব্যবহার করা যাবে।
ঘোষণার দুবছর পর ব্ল্যাকবেরি জানিয়েছে তারা নতুন এ দুটি ভার্সনের বিবি ম্যাসেঞ্জার অবমুক্ত করার জন্য প্রস্তুত। এ বছরের শেষ নাগাদ ম্যাসেঞ্জারটি চালু করা হবে বলে জানিয়েছে নির্মাতা ব্ল্যাকবেরি।
সম্প্রতি আইওএস এবং অ্যান্ড্রয়েড স্ক্রিনে অ্যাপটি চালু করলে কেমন দেখাবে, তার প্রথম ছবি প্রকাশ করেছে ব্ল্যাকবেরি।