সরকার স্বাস্থ্য সেবা সমস্যা সমাধানে ব্যর্থ : রুশনারা
টাওয়ার হ্যামলেটস, হ্যাকনে ও নিউহামে জিপি প্র্যাকটিসিং কর্মসূচি চালু রাখার দাবিতে আয়োজিত প্রতিবাদ র্যালীতে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী। প্রতিবাদ র্যালীতে ওই তিন এলাকার শতাধিক বাসিন্দা, লেবার কাউন্সিলর ও লেবার এমপি ডেনি এবট অংশগ্রহণ করেন।
গত শনিবার ন্যাশনাল হেলথ সার্ভিসের ৬৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ র্যালীর আয়োজন করা হয়। র্যালিটি আলতাব আলী পার্ক থেকে শুরু হয়ে হ্যাকনের মাঠে গিয়ে সমাপ্ত হয়।
র্যালীতে অংশ নিয়ে রুশনারা বলেন, এটা খুবি উদ্বেগের বিষয় যে, ব্রিটিশ সরকার আমার এলাকার লোকদের সমস্যা সমাধানে বার বার ব্যর্থ হচ্ছে। সরকার পরিকল্পনা ছাড়াই তার ব্যয় কমাচ্ছে। কেবল টাওয়ার হেমলেটস নয় দেশের বিভিন্ন জায়গায় জিপি সার্ভিস প্রত্যাহার করে জনদুর্ভোগ বাড়াচ্ছে।
তিনি বলেন, সরকারের এ ধরনের উদ্যোগ জনগণের স্বাস্থ্যসেবাকে ধ্বংস করে দিবে। বিশেষ করে দেশের গরিব মানুষরা এতে করে মারাত্মক ক্ষতিগ্রস্থ হবে।
জিপি সার্ভিসের গুরুত্ব তুলে ধরে রুশনারা বলেন, আমার এলাকায় প্রাথমিক সেবা হিসেবে স্থানীয়দের জন্য জিপি সার্ভিস একটি বিশাল ভূমিকা রাখছে। জনগণকে এ সেবা থেকে বঞ্চিত করতে চাপ দিন দিন বাড়ছে। আমি সংসদে এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম, কিন্তু কোন সদুত্তর পাইনি।
তিনি বলেন, আমি আমার এলাকার বাসিন্দাদের জন্য জিপি সার্ভিস চালু রাখতে চেষ্টা অব্যাহত রাখবো।