ব্রিটিশ পার্লামেন্টের সামনে গান্ধীর ভাস্কর্য
মহাত্মা গান্ধীর প্রতি সম্মান জানিয়ে যুক্তরাজ্যের পার্লামেন্টের সামনে তাঁর ভাস্কর্য স্থাপন করতে যাচ্ছে ওই দেশের সরকার। গত মঙ্গলবার অর্থমন্ত্রী জর্জ অসেবার্ন এ কথা জানান। অথচ গান্ধীই ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এবং ব্রিটিশদের হাতে বারবার কারাবরণ করেছিলেন। বর্তমানে অসবর্ন নয়াদিল্লি সফরে আছেন। তিনি এক টুইটার বার্তায় লেখেন, গান্ধীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে পার্লামেন্ট স্কয়ারে ভাস্কর্য স্থাপন করা হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ভাস্কর্যের পাশেই স্থান হবে গান্ধীর।