ফিলিস্তিনে শিশু হত্যার প্রতিবাদে বিক্ষোভ
ফিলিস্তিনসহ সারা বিশ্বে শিশু হত্যা বন্ধ করতে গানে গানে প্রতিবাদ জানিয়েছে জাতীয় শিশুকিশোর সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’। শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘শিশু হত্যা বন্ধ কর’ শিরোনামে এক মানববন্ধনে এ প্রতিবাদ জানায় সংগঠনটি।
মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে শিশুদের ওপর হামলার কথা উল্লেখ করে বলেন, ফিলিস্তিনসহ বিশ্বে আর কোনো দেশে শিশুকে যেনো হত্যা করা না হয়। যারা শিশুদের হত্যা করে তারা মানুষ না, মানুষ হলে তারা ছোট ছোট শিশুদের হত্যা করতে পারত না।
মানববন্ধনে ‘শিশু হত্যা বন্ধ কর’ স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন এবং সংগীত পরিবেশন করা হয়।
মানববন্ধনে অংশ নেন রোকন রাইয়ান, সাঈদ আহমেদ, আবু সুফিয়ান, আবু রায়হানসহ সংগঠনের প্রায় অর্ধশতাধিক শিশু-কিশোর।