ইসরাঈলি গণহত্যার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় মুসলমানদের ওপর ইহুদিবাদী ইসরাঈলের নির্মম হামলা ও গণহত্যার প্রতিবাদে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও সমাবেশে করছে ছাত্রশিবির। শনিবার রাজধানীর ৪টি স্পটে এ বিক্ষোভ মিছিল করে তারা। এতে দলটির কেন্দ্রীয় ও মহানগরী নেতাকর্মীরা অংশ নেন।
শনিবার দুপুর দেড়টার দিকে রাজধানীর ধোলাইপাড় এলাকায় কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে দলটি। এতে কেন্দ্রীয় মাদ্রাসা কার্যক্রম সম্পাদক মহিউদ্দিন আহমেদ, পাঠাগার সম্পাদক সাইদুর রহমান, মহানগরী সভাপতি রাশেদুল হাসান রানা, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি খালেদ মাহমুদ, শাখা সেক্রেটারি মাইনউদ্দিন মৃধাসহ শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে গাজায় ইসরাইলের বর্বর গণহত্যার প্রতিবাদে রাজধানীতে বিড়্গোভ মিছিল ও সমাবেশে করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। দুপুর ১টায় শাখা সভাপতি রেজাউল হকের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কমলাপুর রেলস্টেশন থেকে শুরম্ন হয়ে বিভিন্ন সড়ক প্রদড়্গিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় শাখা সেক্রেটারি এম শামিমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজধানীর বাড্ডা এলাকায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর শাখা। দুপুর ২টায় শাখা সভাপতি এম ফয়সাল আহমেদের নেতৃত্বে মিছিল বাড্ডা নতুনবাজার এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এ সময় শাখা সেক্রেটারি হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
একই ঘটনায় সকাল ১০টায় রাজধানীতে বিক্ষোভ মিছিল করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। শাখা সভাপতি তামিম হোসেনের নেতৃত্বে মিছিলটি ধানমন্ডি এলাকায় শুরম্ন হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে মিলিত হয়। এসময় শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।