কাবা শরিফের ইমাম হতে চায় কিশোর ক্বারী
সৌদি আরবের কিশোর ক্বারী ওমর হুসেইন বাঈসা বড় হয়ে পবিত্র কাবা শরিফের ইমাম হতে চায়। বয়স তার মাত্র ১৭ বছর। কিন্তু তার সুরেলা কণ্ঠ সবাইকে মোহিত করেছে।
এ কিশোর দুবাই ইন্টারন্যাশনাল হলি কোরআন অ্যাওয়ার্ড-এর ১৮তম আসরে সৌদি আরবের প্রতিনিধিত্ব করছেন। এটি বিশ্বের সবচেয়ে মর্যাদাজনক কোরআন প্রতিযোগিতা।
বাঈসা এ বছর কৃতিত্বের সাথে হাইস্কুল পাশ করেছেন।
বাঈসা জানায়, প্রতিযোগীদের চমৎকার ও মনমুগ্ধকর কোরআন তেলোয়াতেও তিনি অভিভূত।
তিনি পবিত্র কোরআনের শিক্ষা সবার মধ্যে ছড়িয়ে দিতে চান বলেও জানিয়েছেন। তিনি বলেন, “মহানবি হযরত মোহাম্মদ সা. বলেছেন যে তোমাদের মধ্যে সে-ই সর্বোত্তম যে পবিত্র কোরআন শেখে এবং অন্যদের শিক্ষা দেয়।’
তিনি জানান, পবিত্র কোরআন হেফজ করতে তার ছয় বছর লেগেছে। তার বড় পাঁচ ভাইও হাফেজে কোরআন। আর তাদের সবার ছোট ভাই ইতোমধ্যে মহাগ্রন্থটির দুই তৃতীয়াংশ মুখস্ত করে ফেলেছে।
তিনি জানান, তার মা-বাবা ও ভাইরা তাকে কোরআন মুখস্ত করতে উৎসাহ জুগিয়েছে।