ভুয়া ‘লাইক’ দেয়ার ব্যবসায় ঢাকার ক্লিক ফার্ম
সামাজিক যোগাযোগের মাধ্যমে ভুয়া ‘লাইক’ দেয়ার জোগানদাতা হিসেবে বাংলাদেশের রাজধানী ঢাকা একটি প্রধান কেন্দ্র হিসেবে আবির্ভূত হয়েছে। ব্রিটিশ সংবাদপত্র দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে বলছে, ‘ক্লিক ফার্ম’ নামে পরিচিত এসব প্রতিষ্ঠান স্বল্প মূল্যে ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি ওয়েবসাইটে কোনো কোনো ব্র্যান্ডের পাতায় হাজার হাজার ভুয়া লাইক দিয়ে ব্যবহারকারীদের কাছে জনপ্রিয় করার কাজ করে দিচ্ছে। সামাজিক যোগাযোগের ওয়েববসাইটগুলোতে দ্রুত জনপ্রিয়তা পাওয়ার আগ্রহ থেকে কিছু প্রতিষ্ঠান অর্থের বিনিময়ে এসব কিক ফার্ম নিয়োগ করছে। হাজার হাজার লাইক পড়ার কারণে ভোক্তারা কোনো ব্র্যান্ড সম্পর্কে ভুল ধারণা পান। ফলে এসব প্রতিষ্ঠানের ব্র্যান্ড ভ্যালু এবং ক্রেতা সংখ্যাও বাড়ে। একই ধরনের অন্যান্য প্রতিষ্ঠানের পণ্যের মান ভাল হলেও এসব ভুয়া লাইকের কারণে এরা ব্যবসার ক্ষেত্রে অন্যায্য প্রতিযোগিতার মুখোমুখি হয়। গার্ডিয়ান তার অনুসন্ধানী প্রতিবেদনে বলছে, ঢাকার বেশ কিছু কিক ফার্ম স্বল্পমূল্যে ভুয়া লাইক বাড়ানোর কাজ করছে। প্রতিবেদনে বলা হয়েছে, একটি ঘটনায় এক কিক ফার্ম কর্মকর্তা প্রতি ১০০০ লাইক জোগান দেয়ার বিনিময়ে ১৫ মার্কিন ডলার দাবি করেন। প্রতিবেদনে বলা হয়েছে, কিক ফার্মগুলো এই কাজে যেসব কর্মী নিয়োগ করে তারা বেশিরভাগই স্বল্প আয়ের মানুষ। ছোট ঘরের মধ্যে ছোট ছোট মনিটরের সামনে বসে তারা দিন-রাত বিভিন্ন পাতায় লাইক দিয়ে যান। সূত্র : বিবিসি।