আনোয়ার চৌধুরীর সম্মানে বিবিসিসি‘র ইফতার ও আলোচনা সভা

BBCCআনোয়ার চৌধুরী ব্রিটিশ বাংলাদেশীদের রোলমডেল এবং বিশ্ববাঙ্গালীর গর্ব, একজন সফল কুটনীতিক হিসেবে বিশ্বে বাঙ্গালীর মুখ উজ্জ্বল করেছেন। বাংলাদেশে নিযুক্ত সাবেক ব্রিটিশ হাইকমিশনার ও বিবিসিসি‘র অনারারী প্রেসিডেন্ট আনোয়ার চৌধুরী পেরুতে ব্রিটিশ রাষ্ট্রদূত নিযুক্ত হওয়ায় তাঁর সম্মানে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্স (বিবিসিসি) আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তারা এঅভিমত ব্যাক্ত করেন।
বক্তারা বলেন, আনোয়ার চৌধুরী বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে সফলতার পরিচয় দিয়েছেন, তিনি শুধু ব্রিটিশ এম্বেসেডরই নন তিনি আবহমান বাংলার লোকজ সংস্কৃতির একজন দূত হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছেন।
গত ১০ জুলাই ইষ্টলন্ডনের প্লামট্রি রেষ্টুরেন্টে বিবিসিসি’র প্রেসিডেন্ট মাতাব চৌধুরীর সভাপতিত্বে ও বিবিসিসি লন্ডন রিজিওনের প্রেসিডেন্ট বশির আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন সফররত সুনামগঞ্জ-মৌলভীবাজারের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ শাহানা রব্বানী।
আলোচনা অনুষ্টানে বক্তব্য রাখেন বিবিসিসি’র সাবেক প্রেসিডেন্ট অধ্যাপক শাহগীর বখ্ত ফারুক, বিবিসির সাবেক প্রেসিডেণ্ট মুকিম আহমদ, বিবিসিসি‘র ডাইরেক্টর জেনারেল মহিব চৌধুরী, সাবেক ডাইরেক্টর জেনারেল আজিজউর রহমান, বার্কিং আসনের কনজারভেটিব দলীয় বাঙ্গালী এমপি প্রার্থী মিনা রহমান, বিবিসিসি ওমেন এন্টার পনারের প্রেসিডেন্ট দিলারা খান, বিবিসিসি ডিরেক্টর মমতাজ খান, বিবিসিসি’র মেম্বারশীফ ডিরেক্টর মনির আহমদ, বিবিসিসি‘র ডিরেক্টর সাবরিনা হোসাইন, বিবিসিসি‘র মেম্বার হাফিজ আলম বখস, বিবিসিসি‘র মেম্বার সানাওর চৌধুরী, বিবিসিসি‘র মেম্বার জেকো আলী প্রমুখ।
বিবিসিসি‘র অনারারী প্রেসিডেন্ট আনোয়ার চৌধুরী তার নতুন কর্মস্থল পেরুর পরিচিতি তুলে ধরে বলেন পেরুর সাথে ব্রিটিশ বানিজ্য সম্প্রসারন সহ দু’দেশের কুটনৈতিক সম্পর্ক আরো সুদৃঢ় করতে কাজ করবেন। তিনি বলেন যেখানেই থাকি না কেনো আমার সাধ্যানুসারে ব্রিটিশ-বাংলাদেশ চেম্বর অব কমার্সকে সহযোগীতা করে যাব।
তিনি বলেন, পেরুতে অনেক ব্যবসায়িক সুযোগ রয়েছে চেম্বার সদস্যরা সেই সুযোগকে কাজে লাগাতে পারেন।
সভাপতির বক্তব্যে বিবিসিসি‘র প্রেসিডেন্ট মাতাব চৌধুরী আনোয়ার চৌধুরীর সাফল্য কামনা করে বলেন, অনারারী প্রেসিডেন্ট হিসেবে আনোয়ার চৌধুরী বিবিসিসি’র কর্মকান্ডে যথেষ্ট সহায়তা করেছেন ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেস এন্ড পাবলিক রিলেশন ডিরেক্টর সাংবাদিক শফিকুল ইসলামের ধন্যবাদ জ্ঞাপনের মধ্যদিয়ে অনুষ্টানের সমাপ্তি ঘোষনা করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button