ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের পদত্যাগ
ব্রিটেনের মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ পদত্যাগ করেছেন। তিনি ঘোষণা করেছেন, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াবেন এবং আগামী বছর মে মাসে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে অংশ নেবেন না তিনি।
টুইটার বার্তায় তিনি এই ঘোষণা দিয়েছেন। তিনি জানান, ৪ বছর দায়িত্ব পালনের পর আমি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে সরে দাঁড়াবো। একইসঙ্গে কমন্স সভার নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও এ বার্তায় জানান তিনি। ১৯৮৯ সালে প্রথম তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
ব্রিটেনের ক্ষমতাসীন জোট সরকারের প্রধান দল রক্ষণশীল দলের নেতা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন মন্ত্রিসভার ব্যাপক রদবদলের আগে এই ঘোষণা দিলেন হেগ। মঙ্গলবার এই রদবদলের ঘোষণা দেয়া হতে পারে।
ধারণা করা হচ্ছে, হেগের স্থলাভিষিক্ত হবেন বৃটেনের মন্ত্রিসভার প্রবীণ সদস্য এবং বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড।