ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই : সৌদী রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ বিন নাসের আল বুসায়রী বলেছেন, ইসলামে মধ্যপন্থা অবলম্বনের কথা বলা হয়েছে। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। কারণ ইসলাম কখনোই অতিরঞ্জন, বাড়াবাড়ি, সন্ত্রাস ও জঙ্গিবাদকে পছন্দ  করে না। সব সময় মানুষকে মধ্যমপন্থা, শালিনতা ও উদারতার দিকে আহ্বান করে। গতকাল সোমবার বসুন্ধরা কনভেনশন সেন্টারে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক ৫ম হিফজুল কুরআন অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল।
বাংলাদেশে অনেক কুরআনে হাফেজ রয়েছেন; যারা দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে প্রতিযোগিতায় ভালো ফল অর্জন করছে। এবং এদেশের মানুষ হিফজুল কুরআনকে অনেক গুরুত্ব দিয়ে থাকেন উল্লেখ করে সৌদি রাষ্ট্রদূত বলেন, কুরআন হিফজ করায় অনেক ফজিলত রয়েছে। তিনি কুরআন পাঠ করার পাশাপাশি বুঝে পড়ার ওপর গুরুত্ব দেন। বলেন, বুঝতে পারলে কুরআনের আলোকে জীবন ধারণের পাশাপাশি দেশে ও বহির্বিশ্বে ইসলামের মহান বাণী প্রচার করা সম্ভব হবে।
‘সৌদী বাদশাহ ইসলামের জন্য কাজ করে যাচ্ছেন। এজন্য তিনি প্রতি বছর কুরআনের হিফজ প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। যাতে বাংলাদেশের হাফিজরাও অংশ নিয়ে সাফল্য লাভ করে থাকে’ উল্লেখ করেন ড. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইসলামি বিশ্ববিদ্যালয়ের আল কুরআন অ্যান্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের অধ্যাপক ড. এ বি এম হিজবুল্লাহ, মিযবাহুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ শাহজাহান মাদানী, মিডিয়া ব্যক্তিত্ব মুফতি কাজী মুহাম্মদ ইবরাহীম, মিডিয়া ব্যক্তিত্ব ও গবেষক ড. মানজুর ই ইলাহী, গবেষক ড. হাসান মুহাম্মদ মুঈন উদ্দিন, জাতীয় শরিয়া কাউন্সিলের সেক্রেটারি জেনারেল মুফতি সাঈদ আহমাদ আল মুজাদ্দেদী, তামিরুল মিল্লাত কামিল মাদরাসার ভাইস-প্রিন্সিপাল ড. আবু ইউসুফ খান, উত্তর বাড্ডা কামিল মাদরাসার অধ্যক্ষ আনোয়ার হোসেন মোল্লা, মিডিয়া ব্যক্তিত্ব ড. মুহাম্মদ সাইফুল্লাহ, হাফেজ আব্দুল হক প্রমুখ।
অনুষ্ঠানে ৩১৮ জন ছাত্র-ছাত্রীর মাঝে অ্যাওয়ার্ড, পাগড়ী, সনদ ও স্কার্ফ প্রদান এবং তাদের অভিভাবকদের পুরস্কৃত করা হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button