ইংল্যান্ডে নারী ধর্মযাজক
ইংল্যান্ডে এখন থেকে নারীরাও ধর্মযাজক হতে পারবেন। দেশটির যাজক সভায় বিষয়টি অনুমোদন করায় ইংল্যান্ডে নারীদের যাজক হওয়ার পথে আর কোনো অন্তরায় থাকলো না। এ বছরের শেষ নাগাদ দেশটিতে নারী যাজকের দেখা যেতে পারে। যুক্তরাষ্ট্র, কানাডা, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে বহু আগে থেকেই নারী যাজকের উপস্থিতি লক্ষ্য করা গেলেও ইংল্যান্ডে এবারই প্রথম নারী যাজকের বিষয়ে অনুমিত দেয়া হলো।
এর আগেও ২০১২ সালে নারীদের যাজক হওয়ার বিষয়টি ভোটাভুটির জন্য দেশটির যাজক সভায় তোলা হয়েছিল। তবে শেষ পর্যন্ত ভোটাভুটিতে নারীদের যাজক হওয়ার বিষয়টি উৎরাতে পারেনি। তবে এবার যাজক সভাই কোনো প্রকার বাধা ছাড়াই নারীদের যাজক হওয়ার বিষয়টি পাশ হয়ে গেছে।
ফল ঘোষণার পর ইয়র্কের আর্চবিশপ সকলকে নারীদের যাজক হওয়ার বিষয়টিকে ঠাণ্ডা মাথায় গ্রহণের পরামর্শ দিলেও অনেকেই উল্লাস প্রকাশ করা শুরু করেন। ২০ বছর আগে দেশটিতে সর্বপ্রথম নারীদের পুরোহিত হওয়ার অনুমতি দেয়া হয়েছিল। এর পরবর্তী সময়ে নারীদের যাজক হওয়ার বিষয়টি নিয়ে যাজক সম্প্রদায় দ্বিধা বিভক্ত ছিল। ইংল্যান্ডের যাজক সম্প্রদায় যুক্তরাজ্যে খিষ্ট্র ধর্মীয় পুরোহিতদের প্রধান সংগঠন হিসেবে কাজ করে এর বাইরেও বিশ্বের ১৬০টি দেশে তাদের উপস্থিতি রয়েছে।