৭ হাজার ৮৩৯ কোটি ২৩ লাখ টাকার ৬ প্রকল্প অনুমোদন

৭ হাজার ৮৩৯ কোটি ২৩ লাখ টাকার ৬টি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এর মধ্যে গ্রামীণ এলাকার অর্থনৈতিক কার্যক্রম বাড়ানোর জন্য প্রয়োজনীয় বিদ্যুত্ সুবিধা দিতে ৩টি প্রকল্প অনুমোদন হয়। এগুলো হলো—’পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ ঢাকা বিভাগীয় কার্যক্রম-২’, ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ রাজশাহী ও রংপুর বিভাগীয় কার্যক্রম-২’ এবং ‘পল্লী বিদ্যুতায়ন সম্প্রসারণ চট্রগ্রাম-সিলেট বিভাগীয় কার্যক্রম-২’।
প্রকল্প ৩টির মোট ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৭১৭ কোটি ৮৭ লাখ টাকা। সম্পূর্ণ সরকারের নিজস্ব অর্থায়নে বাংলাদেশ পল্লী বিদুতায়ন বোর্ড জুলাই, ২০১৪ হতে জুন ২০১৮ এর মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন করবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় দেশের ৭২টি পল্লী বিদ্যুত্ সমিতির মধ্যে ৫৭টি সমিতি এ ৩ টি প্রকল্প বাস্তবায়নের সাথে সম্পৃক্ত থাকবে।
মঙ্গলবার আগারগাঁওস্থ এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভাশেষে পরিকল্পণামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, মোট প্রকল্প বরাদ্দের মধ্যে সরকারি অর্থায়ন ৫ হাজার ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা এবং প্রকল্প সাহায্যের পরিমাণ ২ হাজার ৩৯৭ কোটি ৬৯ লাখ টাকা। প্রকল্প ৬টির মধ্যে ৪টি নতুন প্রকল্প এবং ২টি সংশোধিত প্রকল্প। ৫টি প্রকল্প সম্পূর্ণ সরকারি অর্থায়নে এবং বাকি প্রকল্পটি সরকারি ও প্রকল্প সাহায্য দিয়ে বাস্তবায়ন করা হবে।
একনেক সভায় জানানো হয়, ২০২০ সালের মধ্যে দেশের সব গ্রামে বিদ্যুত্ পৌঁছে দিতে হলে মোট ৩২৬২৬৩ কিমি বিদ্যুত্ বিতরণ লাইন থাকতে হবে। এর মধ্যে ঢাকা বিভাগে প্রয়োজনীয় ৯৪৫৪৯ কিমি লাইনের মধ্যে ৭১৫০০ কিমি বিদ্যুত্ বিতরণ লাইন এরই মধ্যে তৈরি করা হয়েছে। অনুরূপভাবে, রাজশাহী-রংপুর বিভাগে প্রয়োজনীয় ৮৪১৫৩ কিমি লাইনের মধ্যে ৬১৩৭৬ কিমি বিদ্যুত্ বিতরণ লাইন এরই মধ্যে তৈরি করা হয়েছে এবং চট্রগ্রাম-সিলেট বিভাগে প্রয়োজনীয় ৭৭৪২৭ কিমি লাইনের মধ্যে ৬৬৩০০ কিমি বিদ্যুত্ বিতরণ লাইন এরই মধ্যে তৈরি করা হয়েছে।
সভায় আরো জানানো হয়, এই ৫ বিভাগে অবশিষ্ট ৫৬৯৫৩ কিমি লাইনের মধ্যে অন্য ২টি প্রকল্পের আওতায় ৩৩৬১৯ কি.ি লাইন নির্মাণের সংস্থান রয়েছে। সভায় সিদ্ধান্ত নেয়া হয়—প্রকল্প ৩টি বাস্তবায়নের মাধ্যমে এই ৫টি বিভাগে ২৬১৯০ কিমি নতুন বৈদ্যুতিক লাইন নির্মাণ করা হবে এবং ২৮১০ কিমি বৈদ্যুতিক লাইন নবায়ন/পুনর্বাসন করা হবে। এতে করে সারা দেশে বিদ্যুত্গ্রাহক সংযোগ সাড়ে ১১ লাখ বৃদ্ধি পাবে বলে সভায় জানানো হয়।
‘সভায় ইনক্লুসিভ সিটি গভর্ননেন্স প্রজেক্ট (আইসিজিপি)’ শীর্ষক ২ হাজার ৪৩ কোটি টাকার অপর একটি প্রকল্প অনুমোদন হয়। এ প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে নির্ধারিত ৫টি সিটি করপোরেশনের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং মৌলিক নাগরিক সেবাসমূহের পরিবৃদ্ধি করা হবে। এ ছাড়া, সভায় ‘নরসুন্দা নদী পুনর্বাসন কিশোরগঞ্জ পৌরসভা সংলগ্ন এলাকা উন্নয়ন (২য় সংশোধিত)’ এবং ‘অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) শক্তিশালীকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক অপর দুটি প্রকল্প একনেক সভায় পাস হয়।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button