ব্রিটিশ মন্ত্রিসভায় চলছে ইন অ্যান্ড আউট
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের মন্ত্রিসভায় বড় ধরনের ঝাকুনি খেলো। পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগের পদত্যাগের ঘোষণা দিয়ে শুরু। এর পরপরই সরকারের পক্ষ থেকে আসে শিক্ষামন্ত্রী মাইকেল গোভকে সরিয়ে দেওয়ার ঘোষণা। পদাবনতি দিয়ে তাকে বানানো হলো চিফ হুইপ। ট্রেজারি মিনিস্টার নিকি মরগান দায়িত্ব নিচ্ছেন শিক্ষার।
এখানেই শেষ নয় পরিবেশ মন্ত্রী করা হয়েছে লিজ ট্রাসকে (সর্বডানে) তিনি স্থলাভিষিক্ত হচ্ছেন ওয়েন প্যাটারসনের। ওয়েনকে সরিয়ে দেওয়া হয় আগের রাতেই। আর উদীয়মান তারকা নারীদেরই আরেকজন এসথার ম্যাকভে (ডান থেকে দ্বিতীয়) মন্ত্রিসভায় যোগ দিচ্ছেন নতুন পরিবেশমন্ত্রী হিসেবে।