অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ান : মুফতি ছদর উদ্দিন

Shahজমিয়তে উলামা ইউরোপের আমীর, প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, আল্লামা মুফতি শাহ ছদর উদ্দিন, ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের পাশে বিশ্ব সম্প্রদায়কে সহযোগিতায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেছেন, নিরাপরাধ নারী, শিশুদের উপর ইহুদী ইসরাইলের নিঃশ্বষ বর্বরতার পৃথিবীর সকল অমানবিকতাকেও হার মানিয়েছে। তিনি বলেন, স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের উপর অবৈধ ইসরাঈলীদের হামলার পর বিশ্ব সম্প্রদায়ের নীরবতা শুধু বিস্ময়করই নয়, এটা নীরব সমর্থন। মানবিকতা সম্পন্ন কোন ব্যক্তি, জাতি গোষ্ঠি কিংবা রাষ্ট্র ইসরাঈদের ঘৃণ্য বর্বরতা মেনে নিতে পারে না। মুফতি শাহ ছদর উদ্দিন অবিলম্বে জাতিসংঘ, ইউরোপীয়ান ইউনিয়ন, আরবলীগ সহ বিশ্বের সকল মানবতাবাদীদের অবিলম্বে বিপর্যস্ত ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
তিনি গত ১৪ জুলাই সোমবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে জমিয়তে উলামা ইউকের উদ্যোগে আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
জমিয়তে উলামা ইউকের সভাপতি মাওলানা শাহ মুহাম্মদ আনাস এর সভাপতিত্বে ও জয়েন্ট সেক্রেটারী মাওলানা শাহ আহমদ মাদানীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নিউহাম শাখার সভাপতি মাওলানা মাসুদুল হাসান, লন্ডন মহানগরী সভাপতি মাওলানা হেলাল উদ্দিন, জমিয়তে শাবাব ইউকের সভাপতি মাওলানা নাজির উদ্দিন প্রমুখ।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button