পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নিলেন রুহানি
‘আমি প্রেসিডেন্ট হিসেবে পবিত্র কুরআনকে সামনে রেখে জনগণের সামনে আল্লাহর কাছে শপথ করছি’, এই কথাগুলো উচ্চারণের মাধ্যমেই শপথ নিলেন ইসলামী প্রজাতন্ত্র ইরানের নতুন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি।
বিশ্বের প্রায় ৬০টি দেশের প্রতিনিধি দলের অংশগ্রহণে রোববার এক প্রাণবন্ত পার্লামেন্টে শপথ নেন হাসান রুহানি। এর মধ্যে ১০টি দেশের প্রেসিডেন্ট ও দু’টি দেশের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদে স্পিকারের তত্ত্বাবধানে বিচার বিভাগের প্রধানের পাশে দাড়িয়ে তিনি শপথবাক্য পড়েন। ড. রুহানি শপথবাক্য পড়ার আগে তার সামনে থাকা পবিত্র কুরআনে শ্রদ্ধার সঙ্গে চুমু খান। তারপর শুরু হয় শপথ।
শপথ নেয়ার পর ড. রুহানি নানা ইস্যুতে বক্তব্য দেন। তিনি পররাষ্ট্র নীতি প্রসঙ্গে বলেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সমস্যার সমাধান হবে না। ইরানের সঙ্গে সম্পর্ক চাইলে পারস্পরিক সম্মানের ভিত্তিতে আচরণ করতে হবে।
গতকাল ইরানের ১১তম প্রেসিডেন্ট হিসেবে সর্বোচ্চ নেতার অনুমোদন লাভ করেন ড. হাসান রুহানি।
গত ১৪ জুন ইরানে ১১তম প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। ড. হাসান রুহানি ৫০.৭ শতাংশ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল শতকরা ৭২.৭ ভাগ।