ব্রিকসের নতুন ব্যাংক প্রতিষ্ঠার ঘোষণা
ব্রিকসভুক্ত পাঁচটি দেশের নেতারা একটি ডেভেলপমেন্ট ব্যাংক ও একটি জরুরি রিজার্ভ ফান্ড প্রতিষ্ঠার জন্য চুক্তিতে স্বাক্ষর করেছেন। ‘নিউ ডেভেলপমেন্ট ব্যাংক’ নামক এই ব্যাংকটির মূলধন হবে ১০০ বিলিয়ন ডলার। মঙ্গলবার ব্রাজিলের ফোর্তালেজা শহরে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে দেশটির প্রেসিডেন্ট দিলমা রুসেফ ব্যাংক গঠনের ঘোষণা দেন।
ব্রিকসের সদস্য দেশগুলো হলাে- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। সদস্য দেশগুলো নতুন এই ব্যাংকটির মূলধন সমানভাবে বহন করবে। ব্যাংকটির সদর দফতর হবে চীনের সাংহাইয়ে এবং ভারত থেকে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হবে। ব্যাংকটির প্রাথমিক মূলধন হবে ৫০ বিলিয়ন ডলার। ব্রিকসের এই ব্যাংকটিকে বিশ্বব্যাংক ও অন্যান্য আঞ্চলিক তহবিলের প্রতিযোগী হিসেবে বিবেচনা করা হচ্ছে। ব্রিকসের দেশগুলো সমালোচনা করে বলেছে, বিশ্বব্যাংক ও আইএমএফ উন্নয়নশীল দেশগুলোকে যথেষ্ট ভোটাধিকার দেয় না।