ঈদে ৭ দিন বন্ধ পুঁজিবাজার
ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২৭ জুলাই থেকে টানা সাত দিন বন্ধ থাকবে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন। ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত এক বার্তায় জানানো হয়, ২৭ থেকে ৩১ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে ঈদের ছুটি থাকবে।
এরপর ১ ও ২ অগাস্ট সাপ্তাহিক ছুটি শেষে ৩ অগাস্ট রোজার আগের সময়সূচি অনুযায়ী ডিএসইর লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম চলবে।
ডিএসই পরিচালনা পর্ষদের সভায় ঈদের ছুটির এই সিদ্ধান্ত নেয়া হয়। রেওয়াজ অনুযায়ী, ডিএসইর ছুটির দিনগুলোতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন বন্ধ থাকে।
রোজার এই এক মাসে শেয়ার বাজারে লেনদেন চলছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত। আর দাপ্তরিক কার্যক্রম চলছে সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
ঈদের ছুটি শেষে ৩ অগাস্ট থেকে ডিএসইতে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত। আর সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে দাপ্তরিক কার্যক্রম।