২৮০ কোটি ডলার দান করলেন বাফেট
চলতি সপ্তাহে নিজ প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে ইনকর্পোরেটের ২৮০ কোটি ডলারের স্টক পাঁচটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করে দিয়েছেন মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেট।
নিজের প্রায় সব সম্পদ বিলিয়ে দেয়ার পরিকল্পনার অংশ হিসেবে তার এই দান।
সোমবার বার্কশায়ারের ক্লাস ‘বি’ শ্রেণীর ২১ দশমিক ৭৩ মিলিয়ন শেয়ার দান করেন বাফেট।
এসব শেয়ারের মধ্যে ১৬ দশমিক ৬ মিলিয়ন শেয়ার দিয়েছেন আরেক মার্কিন ধনকুবের বিল গেটস এর দাতব্য প্রতিষ্ঠান বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনকে।
এসব শেয়ারের মূল্য ২১০ কোটি ডলারেরও বেশি।
বিল এন্ড মেলিন্ডা ফাউন্ডেশন বিশ্বব্যাপী শিক্ষা, স্বাস্থ্য ও দারিদ্র সমস্যা নিরসনে কাজ করছে।
বিলিয়ে দেয়া বার্কশায়ারের বাকী শেয়ারগুলো পারিবারিক চারটি দাতব্য প্রতিষ্ঠানকে দান করেছেন বাফেট।
এগুলোর মধ্যে তার প্রয়াত প্রথম স্ত্রী সুসান নামের একটি প্রতিষ্ঠান এবং সন্তান হাওয়ার্ড, পিটার এবং সুসানের নামে তিনটি প্রতিষ্ঠান রয়েছে।
বার্কশায়ারের মোট শেয়ারের ২০ শতাংশের মালিক বাফেট। এসব শেয়ারের মালিক হিসেবে ফোর্বস সাময়িকীর হিসাব মতে সোমবার দিন তিনি ৬৫ দশমিক ৮ বিলিয়ন ডলারের মালিক ছিলেন।
বিশ্বে এর চেয়ে বেশি সম্পদ শুধু মেক্সিকোর টেলি-যোগাযোগ ব্যবসায়ী কার্লোস স্লিম, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস এবং বার্কশায়ারের পরিচালকের আছে বলে জানিয়েছে ফোবর্স। রয়টার্স