এসআই জাহিদের বিরুদ্ধে হত্যা মামলা : ৫ দিনের রিমান্ডে
রাজধানীর মিরপুরে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন হত্যা মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এরপর গোয়েন্দা পুলিশের কর্মকর্তা নিবারণ চন্দ্র জিজ্ঞাসাবাদের জন্য তার ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে। একই মামলার আরেক আসামির পুলিশের সোর্স হিসেবে কাজ করছিলো তাকেও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মাহবুবুর রহমান সুজনকে নির্যাতন করে হত্যার দায়ে মঙ্গলবার এসআই জাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় দায়ের করা মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
এসআই জাহিদের বিরুদ্ধে হত্যা মামলা
মিরপুর থানার উপ পরিদর্শক জাহিদুর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে এক ঝুট ব্যবসায়ীকে ধরে এনে পিটিয়ে হত্যার অভিযোগ আনা হয়েছে।
মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রকিবুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার সকালে এই হত্যা মামলা দায়ের করেন।
মামলার অপর আসামিরা হলেন- এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার ও রাশেদুল এবং পুলিশ সোর্স নাসিম, পলাশ, ফয়সাল ও খোকন।
মামলার অভিযোগে বলা হয়, নির্যাতনের কারণেই ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে এসআই জাহিদ ও সোর্স নাসিম গ্রেফতার রয়েছেন।
পরিবারের অভিযোগ, গত শনিবার মধ্যরাতে ঝুট ব্যবসায়ী মাহবুবুর রহমান সুজন, তার স্ত্রী এবং পাঁচ বছর বয়সী ছেলেকে শংকরের বাসা থেকে ধরে নিয়ে যায় পুলিশ। তার আগে জাহিদুর রহমানসহ অন্য পুলিশ সদস্যরা তাদের পেটায়।
সুজনের স্ত্রী মমতাজ সুলতানা জানান, থানায় নিয়ে যাওয়ার পর তার স্বামীকে আলাদা করে অন্য সেলে নিয়ে যাওয়া হয়। রোববার সকালে থানায় বসেই তিনি জানতে পারেন সুজন মারা গেছেন। পরে মমতাজ ও তার ছেলেকে থানা থেকে ছেড়ে দেয়া হয়।
পুলিশের পক্ষ থেকে সে সময় বলা হয়, সুজন শাহ আলী থানার একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। শনিবার রাতে থানা হেফাজতে নিয়ে অস্ত্র উদ্ধার অভিযানে বের হওয়ার আগে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। রোববার ভোরে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে সুজনের ভাই মাকসুদুর রহমান অভিযোগ করেন, প্রতিমাসে এক লাখ টাকা চাঁদা না দিলে তার ভাইয়ের ঝুট ব্যবসা বন্ধ করে দেয়ার হুমকি দিয়েছিলেন এস আই জাহিদ। আর তা না দেয়ায় ধরে নিয়ে গিয়ে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়।
এদিকে নির্যাতনের অভিযোগ ওঠার পর এস আই জাহিদুর রহমানকে সাময়িক বরখাস্ত করে পুলিশ কর্তৃপক্ষ। সুজনের লাশের ময়না তদন্ত প্রতিবেদনে এটিকে একটি হত্যাকাণ্ড হিসাবে উল্লেখ করা হলে বুধবার জাহিদকে গ্রেফতার করা হয়।