মুরসির ছেলে গ্রেফতার
মিসরের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসির ছেলে আব্দুল্লাহ মুরসিকে (১৯) গ্রেফতার করেছে পুলিশ। তিনি পলাতক ছিলেন। শুক্রবার রাজধানী কায়রোর দক্ষিণের একটি ট্রেন স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। গাঁজা রাখা ও সেবনের দায়ে তাকে এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। নিরাপত্তা কর্মকর্তারা একথা জানিয়েছে। মিসরের সরকারি বার্তা সংস্থা মিনা খবরে বলা হয়, মিসরে একটি ট্রেনে করে যাওয়ার সময় আব্দুলাহ মুরসিকে গ্রেফতার করা হয়। মিসরের একটি আদালত গত ২ জুলাই তাকে ও তার এক বন্ধুকে এক বছরের কারাদণ্ড দিয়েছিল। গাঁজা রাখা ও সেবনের দায়ে তাদের এ সাজা দেয়া হয়েছিল। কালিউবিয়ার নীল ডেনাটা প্রদেশের বান হার একটি আদালত তাদের এক বছরের কারাদণ্ড ও ১০ হাজার মিসরীয় পাউন্ড জরিমানা করে। এ রায় ঘোষণার সময় আব্দুলাহ মুরসি আদালতে উপস্থিত ছিলেন না। রায়ের বিরুদ্ধে আপিল করা হতে পারে।