ইউক্রেনে বিদ্রোহীদের বাধার মুখে তদন্তকারীরা

Ukraineইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন এলাকায় বিধ্বস্ত মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ নিরীক্ষণ করতে ব্যর্থ হয়েছে ইউরোপীয় একটি তদন্ত দল।
দলটি বলছে, সশস্ত্র ব্যক্তিদের বাধার মুখে শেষ পর্যন্ত তারা ফিরে গেছে।
ইউক্রেনের রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা সীমান্তে বিধ্বস্ত মালয়েশীয় বিমানটির ধ্বংসাবশেষ নিরীক্ষণ করতে তদন্ত দলকে কাজ করার অনুমতি দেবে বলে জানানোর পর ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা বা ওএসসিইর ২৫ জন সদস্য সেখানে যায়।
সংস্থাটি আশা প্রকাশ করেছিল যে, তদন্ত দলটি ঘটনাস্থলে পূর্ণ সহযোগিতা পাবে।
কিন্তু সংস্থাটির একজন মুখপাত্র বলেন যখন ওই পর্যবেক্ষণ দলটি সেখানে যায় তারা সেখানে একদল সশস্ত্র ব্যক্তিদের বাধার মুখে পড়েন।
তিনি বলেন, ওই বন্দুকধারীদের অনেকেই মদ্যপ ছিলেন বলে মনে হচ্ছিল এবং তাদের একজন আবার ফাঁকা গুলিও ছোড়ে।
প্রায় এক ঘণ্টারও কিছুটা বেশি সময় পর যখন বিশেষজ্ঞদের দল স্থানটিতে তদন্ত করতে ব্যর্থ হন তখন তারা ফেরত আসেন।
ওএসসিইতে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত থমাস গ্রেমিনজার বলেন, পর্যবেক্ষণকারীরা সেখানে খুব অল্প এলাকা দেখতে পেরেছে।
যে দু’কিলোমিটার এলাকা জুড়ে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে তার অল্প স্থানেই তারা যেতে পেরেছে। তারা সেখানে নিরাপদে যেমন ছিলেন না তেমনি স্থানটি সিলগালা করতেও পারেননি।
বিবিসির একজন প্রতিনিধি বিমান বিধ্বস্ত হওয়ার স্থানটিতে গিয়ে অনেক পোড়া লাশ, বিমানের আসন ও লাগেজ দেখেছেন।
বড় একটি এলাকা জুড়ে মানুষের লাশের অংশ ছড়িয়েও রয়েছে।
বৃহস্পতিবার ফাইট এমএইচ ১৭ বিধ্বস্ত হলে প্রায় ২৯৮ যাত্রী এবং ক্রু নিহত হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button