কায়রো বিমানবন্দরে নোবেল বিজয়ী তাওয়াক্কুল কারমান আটক

Karmanসেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকদের সমাবেশে সংহতি জানাতে গিয়ে মিশরের কায়রো বিমানবন্দরে আটক হয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী মানবাধিকার কর্মী ও সাংবাদিক তাওয়াক্কুল কারমান।
রবিবার বিমানবন্দরে পৌঁছলে ইয়েমেনি এই নোবেল বিজয়ীকে কয়েক ঘণ্টা আটক রাখার পর ফেরত পাঠানো হয়।
বিমানবন্দরে পৌঁছার পর তায়াক্কুল কারমান জানতে পারেন মিশরে ‘প্রবেশ নিষিদ্ধদের তালিকায়’ তার নাম রয়েছে। এ সময় কয়েক ঘণ্টা আটকে রাখার পর তার সঙ্গে আসা বন্ধুকে নিয়ে তাকে ফিরে যেতে বলা হয়।
সেনা অভ্যুত্থানে মুরসিকে উৎখাতের কঠোর এই সমালোচক এরআগে এক টুইট-বার্তায় জানান, মুরসির পুনর্বহালের দাবিতে কায়রোর রাবা আল-আদাবিয়া স্কয়ারে গত এক মাসের বেশি সময় ধরে বিক্ষোভরত মুরসি সমর্থকদের প্রতি সংহতি জানাতে তিনি মিশর আসছেন।
তাওয়াক্কুল কারমান প্রথম আরব নারী এবং সর্বকনিষ্ট ব্যক্তি হিসেবে শান্তিতে যৌথভাবে নোবেল পান। ২০১১ সালে ‘আরব বসন্তের’ অন্যতম এই কর্মী আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণে সমর্থ্য হন।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button