৬ ইসরাইলি ট্যাংক ধ্বংস করেছে হামাস
ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের হামলায় ইহুদিবাদী ইসরাইলের আরো একটি ট্যাংক ধ্বংস হয়েছে। হামাস বলেছে, গত বৃহস্পতিবার গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত তারা রকেট চালিত গ্রেনেড দিয়ে ছয়টি ট্যাংকে হামলা চালিয়েছে।
হামাসের প্রচণ্ড প্রতিরোধে ইসরাইল বিমান হামলা ও কামানের গোলা বর্ষণ বাড়িয়ে দিয়েছে। হামাসও পাল্টা জবাব হিসেবে রকেট হামলা জোরদার করেছে।
হামাস ও ইসলামি জিহাদ আন্দোলন এ পর্যন্ত ইসরাইলের অভ্যন্তরে এক হাজার ৭০০ রকেট ছুঁড়েছে। এসব রকেট তেল আবিব, হাইফা, আশকেলোন, এশকোল ও আশদোদসহ বিভিন্ন শহরে আঘাত হেনেছে এবং ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে, ইহুদিবাদী ইসরাইল রোববার আরো দুই সেনা নিহত হওয়ার খবর স্বীকার করেছে। তাদের হিসাব মতে এ পর্যন্ত সাতজন ইসরাইলি সেনা নিহত হলো।
তবে হামাস বলছে- ভিন্ন ভিন্ন অভিযানে কয়েক ডজন ইহুদি সেনাকে তারা হত্যা করেছে। এর পাশাপাশি প্রচুর গোলাবারুদও দখল করেছে তারা।
হামাস পরিষ্কার ভাষায় বলেছে, তারা ইসরাইলের সঙ্গে দীর্ঘ মেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে এবং অস্ত্রশস্ত্রের মজুদও গড়ে তুলছে। –ওয়েবসাইট।