রানওয়ে থেকে ছিটকে পড়ল ইউনাইটেড এয়ারওয়েজের বিমান
কক্সবাজার বিমানবন্দরে ইউনাইটেড এয়ারওয়েজ এর একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
রবিবার সন্ধ্যা ৬টার সময় আবহাওয়া কিছুটা ভালো হলে রানওয়েতে অবতরণ করতে গেলে একটি চাকা বিস্ফোরণ ঘটে। এ সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে যায়। তবে যাত্রীরা নিরাপদে আছেন বলে জানা গেছে।
এর আগে ঢাকা থেকে কক্সবাজারগামী ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান খারাপ আবহাওয়ার কারণে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করতে পারছিল না। এরপর যখনই বিমানটি রানওয়েতে অবতরণ করে তখনই দুর্ঘটনায় পতিত হয়।
বিমানবন্দরের ম্যানেজার হাসান জহির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ত্রুটিপূর্ণ আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে তবে সব যাত্রী নিরাপদে আছেন।