দুবাইয়ে খালেদা-তারেক সাক্ষাৎ
দীর্ঘ প্রায় সাড়ে চার বছর পর দুবাইয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে খালেদা জিয়ার সাথে তার বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাক্ষাৎ হয়েছে। ওই সময় সেখানে বেশ এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
খালেদা জিয়া দুবাইয়ের স্থানীয় সময় রাত ১১টা ৫৫ মিনিটে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে লন্ডন থেকে আগেই পৌঁছে মায়ের জন্য অপেক্ষায় ছিলেন তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও তারেকের মেয়ে জায়মা রহমান। তারা দুবাইয়ে ৮ ঘণ্টার যাত্রাবিরতিতে মায়ের অপেক্ষায় ছিলেন। খালেদা জিয়া দুবাইয়ে দুই ঘণ্টা যাত্রাবিরতি শেষে ছেলে তারেকসহ অন্যদের নিয়ে স্থানীয় সময় রাত ১টা ৫৫ মিনিটে সরাসরি মদিনা মনোয়ারার উদ্দেশে রওনা করেন।
এর আগে সৌদি সরকারের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে ওমরা পালন করতে শনিবার রাতে ঢাকা ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
এমিরেটস এয়ারলাইন্সের একটি ফাইটযোগে (ইকে-৫৮৫) শনিবার রাত ৯টা ১০ মিনিটে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। তার ছোট ভাই শামীম ইস্কান্দারের স্ত্রী-ছেলেসহ কয়েক স্বজন সফরসঙ্গী হিসেবে আছেন।