ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট জোকো উইদোদো
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে জোকা উইদোদোকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা হচ্ছে। ইন্দোনেশিয়ায় গত ৯ জুলাই ভোট গ্রহণ শুরু হয় এবং ১৩ কোটির বেশি লোক ভোট দেয়।
নির্বাচনে জাকার্তার জনপ্রিয় গভর্নর সংস্কারবাদী জোকা উইদোদোর বিপরীতে প্রেসিডেন্ট প্রার্থী ছিলেন সেনাবাহিনীর সাবেক জেনারেল প্রাবুয়ো সুবিয়ানতোর ।
ভোট গ্রহণ শেষে ইন্দোনেশিয়ার জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করে আছে যে কবে নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করবে।
নির্বাচন কমিশন জানিয়েছে, মঙ্গলবার ফলাফল ঘোষণা করা হবে।
বিশ্বের তৃতীয় বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে এবারের নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকট সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছিল। নির্বাচনের রাত্রে উভয় প্রার্থীই নিজেদেরকে জয়ী বলে দাবি করেন। নির্বাচন কমিশন নিশ্চিত করেছে জোকো উইদোদো ৫৩ ভাগ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইয়োধোয়োনো আগামী অক্টোবরে অফিস ত্যাগ করবেন।