২৮ বছর পর লর্ডসে ইংল্যান্ডকে হারাল ভারত
দীর্ঘ ২৮ বছর পর লর্ডসে ইংল্যান্ডকে হারালো ভারত। আজ দ্বিতীয় টেস্টের শেষ দিনে ভারত ৯৫ রানে জয়ী হয়। ইশান্ত শর্মা ৭৪ রানে ৭ উইকেট নিয়ে এই ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারত সর্বশেষ লর্ডসে জয় পেয়েছিল ১৯৮৬ সালে। ওই সময়ে বর্তমান দলের ১০ খেলোয়াড়ের জন্মই হয়নি। ২০১১ সালের পর এটা ভারতের প্রথম বিদেশের মাটিতে জয়। দুই দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ ড্র হয়েছিল। তৃতীয় টেস্ট শুরু হবে ২৭ জুলাই।
দুই দলের স্কোর
ভারত ২৯৫ ও ৩৪২
ইংল্যান্ড ৩১৯ ও ২২৩।