শেখ হাসিনা-ডেভিড ক্যামেরনের বৈঠক
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে পূর্ব নির্ধারিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক শুরুর আগেই শেখ হাসিনার হাতে ওয়ার্ল্ড গার্ল সামিট চার্টার তুলে দেন ডেভিড ক্যামেরন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ১০ ডাউনিং স্ট্রিটে প্রবেশ করেন শেখ হাসিনা। প্রায় এক ঘণ্টার বৈঠক শেষে স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে বের হয়ে গার্ল সামিট ভেন্যুর উদ্দেশে রওনা হন তিনি।
ক্যামেরনের সঙ্গে এ বৈঠকটিই এখন প্রধানমন্ত্রীর লন্ডন সফরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবেই দেখছেন প্রধামন্ত্রীর কার্যালয় সংশ্লিষ্টরা।
বিকালে যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলেও যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে তারও আগে রয়েছে আরো পৃথক দুটি বৈঠক।
বিকাল ৪টায় তার সঙ্গে হোটেলকক্ষে দেখা করবেন যুক্তরাজ্যের শ্যাডো পররাষ্ট্রমন্ত্রী ডগলাস আলেকজান্ডার এবং বিকাল ৫টায় রয়েছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের একটি প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ।