এবার উড়ন্ত বাইসাইকেল
ব্রিটেনের দুই উড্ডয়ন উৎসাহী এবং ডিজাইনার এবার বিশ্বে প্রথমবারের মতো উড়তে সক্ষম বাইসাইকেল তৈরির দাবী করেছেন। এটি ঘণ্টায় ৪০ কিলোমিটার এবং ভূপৃষ্ঠ থেকে ৪০০০ ফিট উঁচু দিয়ে চলাচল করতে সক্ষম বলে তারা দাবি করেছেন। এক্সপ্লোর পরাভেলো নামের বিশেষ এ বাইসাইকেলটি হচ্ছে ডানা এবং প্রচলিত বাইসাইকেলের সমন্বয়। এর আসল ডিজাইনটি বাইসাইকেলের হলেও সঙ্গে জুড়ে দেয়া হেয়ছে শক্তিশালী পাখা সম্বলিত হালকা ওজনের ট্রেইলার। ওড়ার জন্য বাইসাইকেলটিকে এর ট্রেইলারের সঙ্গে যুক্ত হতে হয়। এরপর ভাঁজ করে রাখা ডানা খুলে বায়ো জ্বালানি চালিত পাখা চালু হলেই উড়ে চলে। এর মাধ্যমে ডিজাইনার জন ফোডন (৩৭) ও ইয়ানিক রেড (৪২) কিকস্টার্টার প্রকল্পের জন্য তহবিল সংগ্রহের ইচ্ছে প্রকাশ করেছেন। ডানাটি খুলে যে কেউ পাখা চালানোর মাধ্যমেই এটি চালাতে পারবে বলে বলা হয়েছে। ফোডেন বলেছেন, বাড়ি থেকে বের হওয়ার পর রাস্তায়ও চলা যায়, আবার ওড়াও যায়, এমন একটি কিছু তৈরি করার উদ্দেশ্যেই আমরা কাজ শুরু করেছিলাম। এক ভিডিও বার্তায় বলা হয়েছে, আপনাদের সহযোগিতা পেলে আমরা এ উড়তে সক্ষম বাইসাইকেলকে বাণিজ্যিকভাবে উৎপাদনের মাধ্যমে আমাদের উদ্ভাবন সবার মাঝে ছড়িয়ে দিতে পারবো। বাণিজ্যিকভাবে তৈরির জন্য তারা ৫০০০০ পাউন্ড তহবিল সংগ্রহ করা প্রয়োজন বলে জানিয়েছেন।