যৌনপল্লী উচ্ছেদকারীদের শিরচ্ছেদ করা প্রয়োজন
সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, টাঙ্গাইলের প্রাচীন যৌনপল্লীটি যেসব মাওলানা উচ্ছেদ করেছেন তাদের সৌদি আরবের আইনে শিরচ্ছেদ করা প্রয়োজন। মঙ্গলবার সকালে সচিবালয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ে ভিুক পুনর্বাসন বিষয়ে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনা নিয়ে মিডিয়া অনেক বাড়াবাড়ি করেছে। এজন্য মিডিয়া নিয়ন্ত্রণের জন্য সরকার নতুন আইন করছে।
মতবিনিময় সভায় মন্ত্রী জানান, সরকার ভিুক পুনর্বাসন ও ভিুকমুক্ত দেশ গঠনে কাজ করছে। ঈদের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজধানীকে ভিুকমুক্ত করা হবে বলেও জানান তিনি।