সরকারি ৩৫ কর্মকর্তা-কর্মচারীর ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল

উপ-সচিবসহ ৩৫ সরকারি কর্মকর্তা ও কর্মচারীর ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে। সোমবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে। এটি এখন গেজেটে প্রকাশের জন্য পাঠানো হয়েছে।
রুলস অব বিজনেসের ১৯৯৬ সিডিউল-১ (অ্যালোকেশন অব বিজনেস)-এর তালিকা ৪১ এর ৬ নং ক্রমিক ক্ষমতাবলে মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সলিমুল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে ৩০ জনকে, দুজনকে জেলা প্রশাসকের প্রতিবেদনের ভিত্তিতে, একজনকে দুই ঠিকানায় সনদ থাকার ভিত্তিতে এবং দুজনের বয়স উপযুক্ত না থাকায় তাদের মুক্তিযুদ্ধ সনদ বাতিল করা হয়েছে।
এনএসআই ও জেলা প্রশাসকের প্রতিবেদন অনুযায়ী গেজেট বাতিল করা ৩২ জন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের পক্ষে কোনো গ্রহণযোগ্য দালিলিক প্রমাণাদি বা কোনো গ্রহণযোগ্য তথ্য দিতে না পারায় তাদের মুক্তিযোদ্ধা দাবির বিষয়টি প্রমাণিত হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে ১১৬ জনের গেজেট ও মুক্তিযোদ্ধা সনদ বাতিল করা হয়েছে বলে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button