বিএনপি আন্দোলনের নামে আবারও দেশকে অশান্ত করতে চায়

Hasinaলন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপির কঠোর সমালোচনা করে বলেছেন, ‘নির্বাচন ঠেকানোর জন্য হরতাল, খুন, বাস ও ট্রেন পোড়ানো, মসজিদে আগুন দেয়া, গাছ কাটা, রাস্তা কাটাসহ বিএনপি-জামায়াত চক্র নানা অপকর্ম করেছে। জনগণ তাদের ডাকে সাড়া না দিয়ে প্রমাণ করেছে- রাজনীতির নামে সহিংসতা তারা চায় না।’
মঙ্গলবার সেন্ট্রাল লন্ডনের হোটেল হিল্টন অন পার্ক লেইনে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত ইফতার মাহফিলের আলোচনা সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী, বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।
এছাড়া আলোচনা সভায় যুক্তরাজ্য আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, আওয়ামী আইনজীবী পরিষদ নেতৃবৃন্দ ছাড়াও সর্বইউরোপিয় আওয়ামী লীগ, বেলজিয়াম আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বেশ কয়েকজন ব্রিটিশ এমপি বক্তব্য রাখেন।
প্রধানমন্ত্রী আরও বলেন, জনগণ ২০০১ থেকে ২০০৬ সালের ক্ষত চিহ্ন ভুলে যায়নি। হাওয়া ভবন খুলে দিয়ে দুর্নীতি, মানিলন্ডারিং, খুন, ধর্ষণ, চোখ উপড়ে ফেলাসহ এমন কোনো অপকর্ম নেই যা বিএনপি করেনি।’
তিনি বলেন, ‘বিএনপি এখন আন্দোলনের নামে আবারও দেশকে অশান্ত করতে চায়। কোনো দল যদি নির্বাচন না করে আর মনে করে যে নির্বাচন ঠেকাবে; ঠেকাতেও যদি ব্যর্থ হয়, আন্দোলন করতেও যদি ব্যর্থ হয় সে দায় তো বাংলাদেশের জনগণের না। সে দায় তো আমাদের না। ব্যর্থতার আগুনে তারা সবাইকে পোড়াতে চাচ্ছে। আমি কথা দিচ্ছি ইনশাল্লাহ তারা তা পারবে না।’
প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে মে মাস থেকে জানুয়ারি পর্যন্ত বিএনপি জামায়াত ৫শ’র বেশি স্কুল পুড়িয়েছে। তারা প্রিজাইডিং অফিসারকে খুন করেছে। তারপরও নির্বাচন হয়েছে, শতকরা ৪০ শতাংশের বেশি ভোট পেয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো নির্বাচিত সরকার আরেক নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করলো। যে দল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ ২৩ বছর সংগ্রাম করে, মুক্তিযুদ্ধ করে দেশের স্বাধীনতা এনেছে সে দল আবার ক্ষমতায় এলো।’
প্রথম গার্ল সামিটে যোগ দিতে যুক্তরাজ্যে তিন দিনের সরকারি সফরে সোমবার লন্ডন পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button