ঝুট ব্যবসায়ীকে হত্যার কথা স্বীকার করলো এসআই জাহিদ
ঝুট ব্যবসায়ী সুজনকে থানায় ধরে নিয়ে নির্যাতন করে হত্যার কথা স্বীকার করেছে মিরপুর মডেল থানার এসআই জাহিদ। ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সুজন হত্যা মামলায় এসআই জাহিদের বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। ডিবি কর্মকর্তা নিবারণ চন্দ্র বুধবার দুপুরে এ আবেদনটি করেন। এ বিষয়ে শুনানি ঢাকা মহানগর হাকিম মিজানুর রহমানের আদালতে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, মিরপুর থানায় কর্মরত অবস্থায় ১৩ জুলাই রাতে এসআই জাহিদের হেফাজতে মাহবুবুর রহমান সুজন নামে এক যুবকের মৃত্যু হয়। ১৭ জুলাই সকালে মিরপুর থানার এসআই রাকিব বাদী হয়ে এসআই জাহিদের বিরুদ্ধে পুলিশ হেফাজতে থাকা সুজন হত্যার দায়ে একটি মামলা করেন। মামলায় মোট ৮ জনকে আসামি করা হয়েছে। অপর আসামীরা হলেন- এএসআই রাজকুমার, কনস্টেবল আনোয়ার হোসেন, রাশেদুল ইসলাম, পুলিশ সোর্স নাছিম, ফয়সাল, পলাশ ও খোকন। আসামিদের মধ্যে এসআই জাহিদ ও সোর্স নাসিমকে গ্রেপ্তার করা হয়।