হিউম্যান রাইর্টস ওয়াচ বিএনপির আন্তর্জাতিক ফ্রন্ট : হাছান মাহমুদ
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইর্টস ওয়াচকে (এইচআরডব্লিউ) বিএনপির আন্তর্জাতিক ফ্রন্ট হিসেবে আখ্যায়িত করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ‘হিউম্যান রাইট ওয়াচও বিএনপি নেত্রী খালেদা জিয়ার বক্তব্যের সঙ্গে মিল রেখে র্যাব বিলুপ্তির কথা বলেছে। কোনো বাহিনীর দু-একজনের অপরাধের কিংবা নৈতিক স্খলনের পুরো বাহিনীকে বিলুপ্তি করা কখনোই সমীচীন নয়। বরং অভিযুক্তদের শাস্তি প্রদান করে সেই বাহিনীকেই পরিশুদ্ধ করাই যথাযথ ব্যবস্থা। মূলত বেশ কিছু সংগঠন আছে যারা মানবাধিকার সংগঠনের ছদ্মাবরণে রাজনীতির সাথে যুক্ত।’
বুধবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি আরো বলেন, ‘গাজায় নিরীহ ফিলিস্তিনিদের উপরে ইসরাইলি বাহিনী গণহত্যা চালালেও হিউম্যান রাইট ওয়াচ কোনো পদক্ষেপ তো দূরের কথা বরং এ বিষয়ে নীরবতা পালন করছে।’
‘বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক না গলিয়ে বরং গাজায় যে গণহত্যা চলছে তার বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গড়ে তোলার জন্য’ এইচআরডব্লিউর প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল কয়েকটি গণমাধ্যমে ভুল খবরের প্রেক্ষিতে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে যে অশালীন ও অবান্তর কথা বলেছেন, তাতে তার মানসিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ আছে। আমি আগেও বলেছি এখনো বলছি, বিএনপি-জামায়াতসহ তাদের জোটের ইসলামি দলগুলো মুখে ইসলামের কথা বললেও ইসরাইলি গণহত্যা প্রসঙ্গে তারা সরব নয়। তাদের এই নীরবতায় আমার সন্দেহ আরো ঘনীভূত করছে যে, তারা ইহুদি লবি ও এদের পৃষ্ঠপোষকদের খুশি করার জন্যই নীরব কি না? আমি আমার বক্তব্যে এই সন্দেহের কথায় বলেছিলাম।’
এ সময় হাছান মাহমুদ ‘ডিমেনশিয়া’ নামের এক রোগের কথা উল্লেখ করে বলেন, ‘সাধারণত কোনো কোনো বয়স্ক মানুষ এ রোগের প্রভাবে অনেক বেশি কথা বলে। ফলে অনেক সময় অবান্তর কথাও বলে ফেলে। মির্জা ফখরুলের এ রোগ হয়েছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য বিএনপিপন্থী ডাক্তারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘মির্জা ফখরুল হিমেনসিয়া রোগাক্রান্তদের মতোই আচরণ করছেন।’
হাছান মাহমুদ বলেন, ‘মদিনায় নাকি সাঈদি পুত্র ও তারেক রহমান এক সাথে বৈঠক করেছেন? মূলত তারা পবিত্র শহর মদিনায় বসেছেন তাদের অপবিত্র ষড়যন্ত্রের নীলনকশা বপনের জন্য। আন্দোলনের নামে পেট্রোল বোমা নিক্ষেপ করে দেশে আবারো সহিংসতা ও মানুষ পুড়িয়ে মারার পাঁয়তারা করার জন্যই তারা সেখানে মিলিত হন। তবে আমরা স্পষ্ট করে বলতে চাই—আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে লাভ নেই। আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে গিয়ে অতীতে তাদের (বিএনপি-জামায়াত) বিষদাঁত ভেঙে গেছে, আগামীতেও যাবে।’
তারেক রহমানকে উদ্দেশে করে তিনি বলেন, ‘আপনি সিঙ্গাপুর, লন্ডন সৌদি আরব এত দেশে যান কিন্তু বাংলাদেশে কেন আসেন না? আপনি যদি অপরাধী না হয়ে থাকেন দেশে আসুন। আইনের মুখোমুখি হন। জনগণকে জিম্মি করে স্বার্থ হাসিলের চেষ্টা করবেন না।’
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করা হচ্ছে। অচিরেই এ ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা করা হবে।’
সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দেশরত্ন পরিষদ আয়োজিত এ আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক বলরাম পোদ্দার, সংগঠনের সভাপতি চিত্ত রঞ্জন দাস, বঙ্গবন্ধু সাংস্কৃতি জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল প্রমুখ।