গাজায় হামলা অব্যাহত : নিহতের সংখ্যা ৭০০ ছাড়িয়ে

Gazaগাজা উপত্যকায় ইসরাইলের হামলা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ১৭তম দিন অতিবাহিত হচ্ছে। এ পর্যন্ত ৭১৫ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন ৩ সহস্রাধিক ব্যক্তি। হতাহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। বৃহস্পতিবার ভোরে ইসরাইলি ট্যাঙ্কের গোলাবর্ষণে ১৬ জন মারা যান। নিহতদের মধ্যে এক পরিবারের ৬ সদস্যও রয়েছেন।
ইসরাইলি ভূখন্ডে হামাসের রকেট নিক্ষেপের পাল্টা পদক্ষেপ অভিহিত করে ৮ জুলাই ১৮ লাখ ফিলিস্তিনি অধ্যুষিত গাজায় অভিযান শুরু করে ইসরাইল।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, বুধবার জেনেভায় গাজায় ইসরাইলি হামলার স্বাধীন তদন্তের পক্ষে ভোটাভুটি হয়। এতে ভোট দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল।
কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে ২৯ সদস্য তদন্তের পক্ষে ভোট দেয়। অনেক ইউরোপীয় রাষ্ট্রসহ ১৭ সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকে। তদন্তের বিপক্ষে ভোট দেয়া একমাত্র দেশ যুক্তরাষ্ট্র।
এর আগে জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা নাভি পিল্লাই বলেন, ইসরাইল ফিলিস্তিনির গাজায় যে হামলা চালাচ্ছে, তাতে দেশটি যুদ্ধাপরাধ করে থাকতে পারে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button