এয়ারলাইনস কর্মীদের বলাকা ভবন অবরোধ
চাকরি স্থানীয়করণ, ইউনিফর্ম ভাতা চালুসহ ১৪ দফা দাবিতে বলাকা ভবন অবরোধ করেছে বাংলাদেশ এয়ারলাইনস কর্মীরা। বৃহস্পতিবার সকালে আন্দোলনকারীরা বিমানের কর্মকর্তাদের প্রধান কার্যালয়ে প্রবেশ করতে দেননি। কর্মীরা নিচতলায় অবস্থান করছেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বিমানের বিভিন্ন বিভাগের কর্মীরা বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বলাকা ভবনে জড়ো হতে থাকেন। কর্মসূচির কারণে সকাল থেকে বলাকা ভবন প্রাঙ্গনে পুলিশ মোতায়েন রয়েছে।
কর্মীদের দাবিগুলোর মধ্যে রয়েছে- শতভাগ মেডিক্যাল ভাতা প্রদান, ক্যাজুয়ালদের চাকরি স্থায়ী করা, কার্যআহার ভাতা বৃদ্ধি, পার্সোনাল পে বেতনের সাথে সমন্বয় করা, বিমান ফাইট ক্যাটারিং সেন্টারের (বিএফসিসি) কর্মীদেরও রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্সের কর্মীদের সমান সুবিধা দেয়া। এ ছাড়া, সরকারের ঘোষিত সময়েই মহার্ঘভাতা প্রদানের দাবি জানান তারা।
আন্দোলনকারীদের থামাতে সম্প্রতি তৎকালীন বিমান মন্ত্রী ফারুক খান তাদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়েছিলেন।
বিমান শ্রমিক লীগের সভাপতি মশিকুর রহমানের নেতৃত্বে গত ২৫ জুন থেকে আন্দোলন চালিয়ে আসছেন এয়ারলাইন্সের কর্মীরা। একই দাবিতে মঙ্গলবার ফাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) ঘেরাও কর্মসূচি পালন করেন বিমানের কর্মীরা।
এর আগে আন্দোলনকারীরা বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসাদ্দেক আহমেদের কার্যালয় ঘেরাও করেন।