সাকিবের জন্য বিসিবির আড়াই কোটি টাকা গচ্চা
সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার পেছনে আরো একটা কাজ উৎসাহিত করেছে বোর্ডকে। সেটা হলো সাকিবের কারণে আড়াই কোটি টাকা জরিমানা গুনতে হয়েছে বিসিবিকে। সাকিব যে বিজ্ঞাপনগুলো করেন তার একটিতে জাতীয় দলের স্পন্সর সাহারার লোগো সংবলিত জার্সি পরিহিত ছিল, যা একটা বিলবোর্ডে টাঙানো ছিল। অথচ সাহারার সাথে বিসিবির চুক্তিতে তাদের জার্সি পরিহিত অবস্থায় জাতীয় দলের সংশ্লিষ্ট কোনো কাজ ছাড়া ব্যবহার করা যাবে না। সাকিব যা করেছেন সেটা নিছক তার ব্যক্তিগত ও যে প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপনটা দিয়েছেন তাদের স্বার্থে। এ জন্যই ক্ষিপ্ত হয়েছে ভারতভিত্তিক ওই প্রতিষ্ঠান এবং এ জন্য চুক্তি অনুসারে আড়াই কোটি টাকা কেটে নেয় বিসিবির প্রাপ্ত অর্থ থেকে। এ ব্যাপারে বিসিবি সভাপতি অভিযোগ করেছেন। বিসিবির কোনো কোনো পরিচালক সাকিবের থেকে এ অর্থ কেটে নেয়ার পরামর্শ দিলেও নাজমুল হাসান পাপন তাতে রাজি হননি। তবে এ জন্য ভবিষ্যতে সবাইকে সতর্ক করে পরবর্তীতে বিসিবির চুক্তিবদ্ধ সব খেলোয়াড়কে ব্যক্তিগত বিজ্ঞাপনে অংশ নেয়ার আগে বিসিবির অনুমতির প্রয়োজন হবে বলেও তিনি জানান।