খালেদা জিয়ার সাথে আইডিবি প্রেসিডেন্টের বৈঠক

Kaleda Ziaসৌদি আরবে ওমরাহ পালনরত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক (আইডিবি) এর প্রেসিডেন্ট আহমেদ মোহাম্মদ আলী।
গতকাল বুধবার বিকালে মক্কার রয়েল প্যালেসের বেগম খালেদা জিয়ার স্যুটে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে ইসলামী উম্মার কল্যাণে ও আইডিবি’র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদানের কথা আহমেদ মোহাম্মদ আলী শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তারা দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি নিয়েও আলোচনা করেন।
বিএনপি চেয়ারপারসন বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়ন, দারিদ্র বিমোচন ও পরিবেশের সুরক্ষায় ইসলামিক ডেভলপমেন্ট ব্যাংক (আইডিবি) এর সহায়তার প্রসংশা করেন। একিসাথে ভবিষ্যতে এই সহায়তার আরো বৃদ্ধির জন্য আইডিবি’র প্রতি আহ্বান জানান।
ঘন্টাখানিক চলা এই বৈঠকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের আইডিবির ভূমিকার বিষয়গুলো গুরুত্ব সহকারে উঠে আসে।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button