৫৬টি মসজিদ ইসরাইলি হামলার শিকার
জাতিসংঘসহ বিশ্ব বিবেকের সকল অনুরোধ উপক্ষো করে ইসরাইল গাজায় সামরিক হামলা অব্যাহত রেখেছে। এ হামলা করতে গিয়ে তারা বেসামরিক স্থাপনাসহ সাধারণ নাগরিকদের বাড়িঘর, মসজিদ, হাসপাতাল, পার্ক, স্টেডিয়াম ও দাতব্য সংস্থার মতো স্থাপনায় হামলা চালিয়ে যাচ্ছে। খবর আরব নিউজের।
এখন পর্যন্ত ৫৬টি মসজিদ এবং ৭টি হাসপাতাল ইসরাইলি হামলার শিকার হয়েছে বলে জানায় এক ফিলিস্তিনি সরকারি কর্মকর্তা।
ফিলিস্তিনে নিহতের সংখ্যা ইতিমধ্যেই ৭০০ ছাড়িয়ে গেছে যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। কয়েকটি পরিবার তাদের পুরো সদস্যসহ ইসরাইলি বোমার আঘাতে হারিয়ে গেছে।
এখন পর্যন্ত ৪৭৫টি বাড়ি পুরোপুরি গুঁড়িয়ে দেয়া হয়েছে এবং ২,৬৪৪টি বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ৪৬টি স্কুল, ৫৬টি মসজিদ ও ৭টি হাসপাতাল বিভিন্ন মাত্রার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
ইসরাইল হামলার যুক্তিতে বলে, হামাস তাদের অস্ত্র এসব বেসামরিক স্থাপনাগুলোতে লুকিয়ে রাখে।
পাঁচ বছরের মধ্যে কোনো স্থল হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা সাতশ ছাড়িয়ে গেছে যার মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং আহত হয়েছে চার হাজারেরও বেশি মানুষ।