অস্ট্রিয়ায় ইসরাইলি ফুটবলারদের ওপর হামলা

Austঅস্ট্রিয়ায় ফুটবল ম্যাচ চলাকালে মাঠে ঢুকে ইসরাইলি ফুটবলারদের ওপর আক্রমণ করেছে ফিলিস্তিনিপন্থীরা। ইসরাইলের ক্লাব মাক্কাবি হাইফার প্রদর্শনী ম্যাচ চলছিল ফরাসি দল লিলের সঙ্গে। ম্যাচের ৮৬ মিনিটে ফিলিস্তিনিপন্থী বিক্ষোভকারীরা মাঠে ঢুকে মাক্বাবি হাইফার ফুটবলরাদের ওপর লাথি-ঘুষি চালাতে থাকে।
আচমকা আক্রমণে হতবিহ্বল অবস্থা কাটিয়ে ইসরাইলি ফুটবলাররা পাল্টা লাথি-ঘুষি চালাতে থাকেন। ফুটবল মাঠ তখন হয়ে ওঠে কিক বঙিংয়ের রিং। রিজার্ভ বেঞ্চ থেকে মাঠে ছুটে এসে মাক্কাবি দলের কোচও লাথি-ঘুষি চালাতে থাকেন। শেষ অবধি পুলিশ ও নিরাপত্তারক্ষীরা ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বিক্ষোভকারীদের আক্রমণে তিন ইসরাইলি ফুটবলার গুরুতর আহত হন। পাল্টা আক্রমণে কয়েকজন বিক্ষোভকারীও আহত হয়।
এক ফুটবল সাংবাদিক এই ঘটনায় টুইটে লেখেন, এমন অভিজ্ঞতা কজনের হয়। ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি লেখেন, ম্যাচের শুরু থেকেই স্টেডিয়ামের গ্যালারিতে একদল যুবক ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। তাদের হাতে ছিল ফিলিস্তিনের পতাকা। খেলার একেবারে শেষের দিকে নিরাপত্তারক্ষীদের চোখে ধুলা দিয়ে ইসরাইলি ক্লাবের ফুটবলারদের ওপর আক্রমণ করতে শুরু করে। ফুটবলাররাও পাল্টা আঘাত হানেন।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইসরাইলের সরকার।
ম্যাচে ২-০ গোলে জয় পায় ইসরাইলি ক্লাবটি।

আরও পড়ুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও দেখুন...
Close
Back to top button