ইসরাইলের যুদ্ধাপরাধ তদন্তের পক্ষে ২৯ দেশের ভোট
ইসরাইল গাজায় হামলার ক্ষেত্রে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং এটা যুদ্ধাপরাধ বলে মন্তব্য করেছিলেন জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার নাভি পিল্লাই। ৪৭ সদস্যবিশিষ্ট জাতিসঙ্ঘ মানবাধিকার কাউন্সিলে ইসরাইলের ‘যুদ্ধাপরাধ’ তদন্তবিষয়ক একটি খসড়া প্রস্তাবের ওপর বুধবার ভোট হয়। এতে ২৯টি দেশ ইসরাইলের যুদ্ধাপরাধের বিষয়টি খতিয়ে দেখার লক্ষ্যে আনীত প্রস্তাবের পে ভোট দেয়। একমাত্র যুক্তরাষ্ট্র এ প্রস্তাবের বিপে ভোট দেয়। ১৭টি দেশ ভোটদানে বিরত থাকে যাদের বেশির ভাগই ইউরোপীয় রাষ্ট্র। এ দিকে ইসরাইল ও হামাসের মধ্যে অস্ত্রবিরতির ব্যাপারে জাতিসঙ্ঘ ও যুক্তরাষ্ট্রের উদ্যোগের ব্যাপারে হামাস বলেছে, গাজার ওপর আরোপিত দীর্ঘ দিনের অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত কোনো অস্ত্র বিরতিতে তারা সম্মত হবে না। অন্য দিকে ইসরাইলের একটি টিভি চ্যানেলের খবরে বলা হয়েছে, হামাসের হামলার ভয়ে গাজায় যুদ্ধে যেতে চাচ্ছে না অনেক ইসরাইলি সেনা।
অস্ত্রবিরতি কার্যকর করতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ৪৮ ঘণ্টার ব্যবধানে গতকাল আবারো মিসরের রাজধানী কায়রোতে আসেন। অস্ত্র বিরতি নিয়ে তিনি তুরস্ক ও কাতারের পররাষ্ট্র মন্ত্রীদের সাথেও টেলিফোনে কথা বলেন। খবর রয়টার্স, আলজাজিরা, বিবিসি ও রেডিও তেহরান।