বেবী মওদুদ আর নেই
সাংবাদিক ও সাবেক সংসদ সদস্য এন মাহফুজা খাতুন (বেবী মওদুদ) আর নেই। ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজোউন। আজ শুক্রবার রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৬৬ বছর। দীর্ঘ দিন ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত বেবী মওদুদ সর্বশেষ বিডিনিউজ-এ কর্মরত ছিলেন।
নবম সংসদের সংরক্ষিত আসনে তিনি সংসদ সদস্য ছিলেন।
বেবী মওদুদের জন্ম কলকাতার বর্ধমান জেলায়। তার শ্বশুরবাড়ি ছিল ঠাকুরগাঁও জেলায়। তার দুই ছেলে রয়েছে।
বিশ্ববিদ্যালয় জীবনের এই বান্ধবীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১২ জুলাই প্রধানমন্ত্রী বেবী মওদুদকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন। সে সময় তিনি তার পাশে কিছু সময় কাটান এবং চিকিত্সকদের কাছে তার স্বাস্থ্যের খোঁজখবর নেন।