কাবা শরিফের খুতবায় গাজা হত্যা বন্ধের দাবি
বায়তুল্লাহ শরিফে জুমাতুল বিদার খুতবায় গাজায় চলমান হত্যাকান্ড অবিলম্বে বন্ধের দাবি জানানো হয়েছে। পবিত্র রমজান মাসে এ বর্বরতা বন্ধের জন্য বিশ্ব মুসলিম সম্প্রদায়কে ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইমাম। খুতবায় বিশেষ দোয়াও করা হয়।
শুক্রবার জুমাতুল বিদার খুতবার শেষ পর্যায়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান মুসলিম হত্যাকান্ড প্রসঙ্গে কথা বলেন ইমাম। তিনি মুসলমানদের রক্ষার জন্য আল্লাহর সহায়তা কামনা করেন। উপস্থিত লাখো মুসলমান চোখের পানি ফেলে উচ্চস্বরে আল্লাহকে ডেকে পাপের জন্য ক্ষমা চান এবং মুসলমানদের ওপর ইহুদিবাদের বর্বরতা বন্ধে আল্লাহর কুদরতি সহায়তা কামনা করেন।
বিশ্বজুড়ে দ্বীন ইসলাম প্রতিষ্ঠায় মুসলমানদের ধৈর্য ও শক্তির জন্য দোয়া করা হয় খুতবায়। এ সময় আবেগাপ্লুত মুসলমানরা আল্লাহর ঘরে বসে নিপীড়িত মানুষকে রক্ষার জন্য চোখের পানি ফেলেন। দোয়া মোনাজাতে মুসল্লিরা উচ্চস্বরে আমীন আমীন বলেন।