গাজার রক্তে মিসরে শহীদদের ঈদ
গাজায় রক্তস্রোত বইছে। নিষ্পাপ শিশু, নিরীহ বেসামরিক মানুষকে নৃশংসভাবে হত্যা করছে ইসরাইল। নির্বিচার এ হত্যাকাণ্ডের প্রতিবাদের ক্ষোভে ফুঁসে উঠেছে গোটা মুসলিম বিশ্ব। ইসরাইলবিরোধী এই প্রতিবাদ বিক্ষোভের সবচেয়ে বড় নজির সৃষ্টি করল মিসর। গাজায় রক্তস্রোত বইছে নিষ্পাপ শিশু, নিরীহ বেসামরিক মানুষকে নৃশংসভাবে হত্যা করছে ইসরাইল। ফিলিস্তিনিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে ‘শহীদদের ঈদ’ নামে মিসরে সপ্তাহজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত দেশটির প্রথম গণতান্ত্রিক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সমর্থকরা। মুসলিম ব্রাদারহুডের নেতৃত্বাধীন গণতান্ত্রিক বৈধতার সমর্থক জোটের এই বিক্ষোভ কর্মসূচি শুক্রবার জুমার পর থেকে শুরু হয়েছে। খবর, আল আহরাম ওয়ার্ল্ড বুলেটিন। বুধবার জোটের এক বিবৃতিতে বলা হয়, গাজায় ইসরাইলি বর্বরতার শিকার ফিলিস্তিনিদের বিরুদ্ধে মিসরীয় কর্তৃপক্ষ ষড়যন্ত্রে লিপ্ত এবং কেবল ইসরাইলের স্বার্থরক্ষার জন্যই সেনা অভ্যুত্থানে গণতান্ত্রিক প্রেসিডেন্টকে উৎখাত করা হয়েছে। প্রসঙ্গত, মুরসিকে উৎখাতের পর গাজায় প্রবেশের একমাত্র পথ রাফা ক্রসিং বন্ধ করে মিসরের সরকার। কেবল ইসরাইলি হামলায় আহতদের ছাড়া কোনো ফিলিস্তিনিকে রাফা ক্রসিং ব্যবহার করতে দেয়া হচ্ছে না। এমনি গাজায় ত্রাণ সরবরাহ করতে দিচ্ছে না মিসর। মুরসিকে উৎখাতের পর থেকে তার দল মুসলিম ব্রাদারহুডের ওপর ক্র্যাকডাউন চালিয়ে আসছে সেনা নিয়ন্ত্রিত সরকার। এখন পর্যন্ত পাঁচ সহস াধিক ব্রাদারহুড সদস্যকে হত্যা করা হয়েছে। কারান্তরীণ রয়েছেন দলটির শীর্ষ নেতৃত্বসহ ২০ সহস াধিক নেতাকর্মী। এদিকে, গাজার ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা জানিয়ে ইরানের সাতশ’ শহরে একযোগে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। জুমার পর হাজার হাজার ইরানি গাজায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে রাজপথে নেমে আসে।