যুক্তরাজ্য সফর নিয়ে প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন : রিজভী
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতার দোহাই দিয়ে বিএনপির আন্দোলনকে ঠেকানো যাবে না। এছাড়া প্রধানমন্ত্রী যুক্তরাজ্য সফর নিয়ে মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেন তিনি। শনিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচনে বিএনপি না এসে ভুল করেছে। এখন বিএনপি আলোচনার কথা কেন বলছে তা আমার বোধগম্য হচ্ছে না, বিবিসির সাথে আলাপকালে প্রধানমন্ত্রীর এ মন্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, তার বোধগম্য না হওয়ারই কথা কারণ তিনি জনগণের মেন্ডেট বিহীন, বিদেশি শক্তির সাহায্যে জয়ী হওয়া সরকার প্রধান।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের পোষাকে রক্ত লেগে আছে। সহিংসতা চারদিকে ছড়িয়ে দিয়েছে। কেবল মাত্র এক জনের ইচ্ছা পূরণের জন্য। মানুষের রক্ত ঝরানোই হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা।