ইসরাইলী পণ্য বর্জনের আহ্বান
সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের উদ্যোগে অপরাধমুক্ত সমাজ গঠনে সিয়ামের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা বলেছেন, সাম্প্রতিক ইসরাইলী বর্বর বাহিনী ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের ওপরে যে নির্মম গণহত্যা ও বর্বর নৃশংস হামলা চালাচ্ছে তা ইতিহাসের সকল সভ্যতাকে কলুষিত করেছে। ইসরাইলী বাহিনীর এ বর্বর হামলা দুনিয়ার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম অপরাধ। অপরাধমুক্ত সমাজ গড়তে হলে বিশ্ব মোড়লদের উদার দৃষ্টিভঙ্গি নিয়ে মুসলিম উম্মাহর মানবাধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে হবে। বক্তারা ইসরাইলের সকল পণ্য বর্জনের আহ্বান জানিয়েছে।
শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাগর-রুনি মিলনায়তনে বক্তারা একথা বলেন। মাওলানা আতাউল্লাহ সাহেবজাদা হাফেজ্জী হুজুরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি আবদুর রউফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জমিয়তে ওলামায়ে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মাওলানা আবদুর রব ইউসুফী, ইসলামী দলসমূহের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা জাফরুল্লাহ খান, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মহিউদ্দীন রব্বানী, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের যুগ্ম মহাসচিব ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ইসলামিক পার্টির চেয়ারম্যান এডভোকেট আবদুল মোবিন, ফারায়েজী আন্দোলনের আমীর মাওলানা আব্দুল্লাহ মোহাম্মাদ হাসান, ইসলামী কানুন বাস্তবায়ন কমিটির আমীর মাওলানা আবু তাহের জিহাদী, সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদের ঢাকা মহানগরী সভাপতি মাওলানা আহমদ আলী কাসেমী ও সেক্রেটারি মাওলানা সালেহ সিদ্দিকি, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক মাওলানা মুফাজ্জল হোসাইন খান, উপাধ্যক্ষ ড. আবু ইউসুফ, মুফতি আবুল কাসেম কাসেমী, বাংলাদেশ ইমাম সমিতির সভাপতি মাওলানা লুৎফর রহমান, ড. মাওলানা মতিউল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, মাওলানা হাবিবুর রহমান জাকরিয়া, মুফতি মিজানুর রহমান, অধ্যক্ষ মাওানা সিরাজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মুফতি সুলতান মহিউদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি আবদুর রউফ বলেন, রমযান, সিয়াম ও সমাজঘনিষ্ঠ আলোচনা অনুষ্ঠানের এ মহান উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা আশা করবো অপরাধ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে রাষ্ট্র, সরকার, সংগঠন, সংস্থা ও ব্যক্তি সকলের সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় সন্ত্রাস, দুর্নীতি ও ইসলামবিরোধী কর্মকা- কখনো মেনে নেয়া যায় না।
তিনি বলেন, বিশ্ব মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধভাবে অন্যায় ও দুর্নীতি মোকাবিলা করতে হবে।
মাওলানা আবদুর রব ইউসুফী বলেন, অপরাধমুক্ত সমাজ গঠন করতে হলে বৃহত্তর ইসলামী ঐক্য সময়ের একান্ত দাবি। সম্মিলিত ওলামা মাশায়েখ পরিষদ ঈদের পর ইসলামবিরোধী কর্মকা-ের বিরুদ্ধে গণআন্দোলনের ডাক দিবে বলে আমরা আশা করি।
মাওলানা জাফরুল্লাহ খান বলেন, কোন অশুভ শক্তির ইশারায় আমাদের দেশ থেকে ইসলাম নির্মূলের হংকার শোনা যায়? আলেম ওলামা ও ইসলামী নেতৃবৃন্দকে নির্যাতন-হয়রানি করে ইসলামী মূল্যবোধকে দাবিয়ে রাখা যাবে না।
ড. মাওলানা খলিলুর রহমান মাদানী বলেন, অপরাধমুক্ত সমাজ গড়তে হলে দলমত নির্বিশেষে সকলকে ইসলামী বিধানের প্রতি পূর্ণ আনুগত্যশীল হতে হবে। ফিলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর বর্বর হামলা নিঃসন্দেহে জঘন্যতম অপরাধ। এ ব্যাপারে বিশ্ব মোড়লদের ভূমিকা প্রশ্নবিদ্ধ।